Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিব সেবা দিব কর, ইউনিয়ন হবে স্বনির্ভর

১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম।

প্রয়োজনে- 01732-431767 (ইউপি চেয়ারম্যান), ০১৭২১-৩৫৮০৯০  (ইউপি প্রশাসনিক কর্মকর্তা) 01752-582434 (হিসাব সহকারী), 01734-368952 (উদ্যোক্তা), ইমেইল-up10nokarshakariail@yahoo.com

এখন থেকে ইউনিয়ন পরিষদের অথরাইজ ইউজার আইডি হতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন করা যাবে। যতদিন পর্যন্ত পাবলিক লিংক চালু না হয় ততদিন পর্যন্ত ইউনিয়ন পরিষদে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার অনুরোধ করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ।


কৃত্রিম প্রজনন কেন্দ্র

কৃষি প্রজনন কেন্দ্র

কিশোরগঞ্জসদর উপজেলার কর্শাকড়িয়াইলইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্যহচ্ছে ধান। ধানের পরেই চীনা বাদামের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যেরনাম করতে হয় সেগুলো হচ্ছে মিষ্টি আলু, মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডালজাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে সরিষা ও তিল উল্লেখ্যযোগ্য। কাউন, চিনা, ধুন্দা শস্যও উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদাইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজিও উৎপাদিত হয়।

 

কর্শাকড়িয়াইল  ইউনিয়নে কৃত্রিম প্রজননের উদ্দ্যেশ্যঃ

১. কম সময়ে গরুর জাত উন্নত করা।

২. অধিক কর্মসংস্থানের সুবিধা।

৩. দুধ ও মাংসের ঘাটতি পুরন করা।

৪. আমিষ খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা।

কৃত্রিম প্রজননের সুবিধাঃ

১. একটি ষাঁড় থেকে প্রতিবারের সংগৃহিত বীর্য প্রক্রিয়াজাত করে ৩০০-৪০০টি গাভীকে প্রজনন করা যায়।

২. গাভীর গর্ভধারনের হার বৃদ্ধি পায়।

৩. ভিন্ন ভিন্ন জাত বা প্রজাতির মধ্যে প্রজনন করে উন্নত জাত তৈরী করা যায়।

৪. বেশি ষাঁড় পোষার দরকার হয়না,ফলে ব্যয় হ্রাস পায়।

৫. উন্নত জাতের ষাঁড়ের বীর্য ব্যবহার করে ভাল জাতের গরু পাওয়া যায়।

কৃত্রিম প্রজননের অসুবিধাঃ

১. গরম গাভী সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

২. দক্ষ লোক দরকার হয়।

৩. সূক্ষ্ম ভাবে গরমের সময় নির্ণয় করতে হয়।

৪.ঠিকমত ষাঁড়ের বীর্য বাছাই নাহলে কৃত্রিম প্রজননের উদেশ্য ব্যহত হয়।

৪.  প্রজননে গাভীর উপযুক্ত বয়সঃ

১. দেশী জাতের বকনা প্রথম প্রজননের উপযুক্ত হয় ২-২.৫ বছর বয়সে।

২. উন্নত সংকর জাতের বকনা প্রথম প্রজননের উপযুক্ত হয় ১.৫-২ বছর বয়সে।

গাভী গরম হওয়া বা ঋতুকালের লক্ষণঃ

১.গাভীর অস্থিরতা বাড়ে এবং গাভী ঘন ঘন ডাকে।

২. ঘন ঘন প্রস্রাব করে এব গাভীর দুধ কমে যায়।

পশু গর্ভবতী হওয়ার লক্ষণঃ

১. ঋতু চক্র বন্ধ হয়ে যায়।