Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিব সেবা দিব কর, ইউনিয়ন হবে স্বনির্ভর

১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম।

প্রয়োজনে- 01732-431767 (ইউপি চেয়ারম্যান), ০১৭২১-৩৫৮০৯০  (ইউপি প্রশাসনিক কর্মকর্তা) 01752-582434 (হিসাব সহকারী), 01734-368952 (উদ্যোক্তা), ইমেইল-up10nokarshakariail@yahoo.com

এখন থেকে ইউনিয়ন পরিষদের অথরাইজ ইউজার আইডি হতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন করা যাবে। যতদিন পর্যন্ত পাবলিক লিংক চালু না হয় ততদিন পর্যন্ত ইউনিয়ন পরিষদে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার অনুরোধ করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ।


আনসার-ভিডিপি সদস্য

আনসার-ভিডিপি সদস্য

 

জাফরাবাদ ইউনিয়নের আনসার-ভিডিপির তালিকা আপডেট চলছে........

বাংলাদেশ আনসার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় ।

ইতিহাস

১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ভারতীয় গার্ডের কিছু সদস্য, যারা পরবর্তীতে পাকিস্তানের নাগরিক হয়, সেখান থেকে বের হয়ে আনসার বাহিনী গঠন করে। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসাবে গঠিত এবং ১৯৪৮ সালের ২য় ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে[১]

স্বাধীনতা পূর্ব

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, আনসারের বেশির ভাগ সদস্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর গেরিলা সদস্য হিসেবে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর, বাংলাদেশ আইন দ্বারা আনসার হবাহিনী আবার পুনর্গঠিত হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সরকার আনসার বাহিনীর ভূমিকাকে গুরুত্ব দিয়ে আনসার বাহিনীকে জনগণের প্রতিরক্ষা বাহিনী হিসেবে মনোনীত করেন।[২]